Thursday, December 18, 2025
Home » শান্তির নোবেল নিয়ে, ট্রাম্পের হাজারো জল্পনাকল্পনা !

শান্তির নোবেল নিয়ে, ট্রাম্পের হাজারো জল্পনাকল্পনা !

by mtv
0 comments
শান্তির নোবেল নিয়ে, ট্রাম্পের হাজারো জল্পনাকল্পনা !

আগামী শুক্রবার নরওয়ের অসলোতে ঘোষণা হবে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের। বাংলাদেশ সময় বেলা ৩টায় বিজয়ীর নাম জানাবে নোবেল কমিটি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার পুরস্কার পাচ্ছেন কিনা সেটি নিয়ে শুরু হয়েছে জল্পনাকল্পনা। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প কোনোভাবেই এই পুরস্কার পাবেন না।

ট্রাম্প দাবি করেছেন, তিনি আটটি সংঘাত সমাধানে কাজ করেছেন এবং ভারত-পাকিস্তানকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, তার এসব প্রচেষ্টা দাবি অতিরঞ্জিত এবং অনেক নীতি আলফ্রেড নোবেলের শান্তি, সহযোগিতা ও নিরস্ত্রীকরণের আদর্শের বিপরীতে যায়। সুইডিশ অধ্যাপক পিটার ওয়ালেনস্টিন মনে করেন, গাজা সংকটসহ নানা বিতর্ক এখনো তাজা থাকায় ট্রাম্পকে এবার বেছে নেওয়া হবে না।

You may also like

Leave a Comment