Saturday, October 11, 2025
Home » বিয়ে করলেন ‘বিগ বস’ খ্যাত সারা খান!

বিয়ে করলেন ‘বিগ বস’ খ্যাত সারা খান!

by mtv
0 comments
বিয়ে করলেন ‘বিগ বস’ খ্যাত সারা খান!

এক বছর প্রেমের পর সোমবার (৬ অক্টোবর) আদালতে বিয়ে করেন তারা।

এই যুগল দম্পতির প্রথম পরিচয় হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। বিয়ের সনদপত্রসহ ইনস্টাগ্রামে পোস্ট করে বিয়ের খবরটি নিশ্চিত করেন‘বিগ বস’ খ্যাত সারা খান ও কৃষ পাঠক। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

তিনি পোস্টে জানান, আমরা দুই ধর্মের হলেও, আমাদের গল্প এক ভালোবাসার।

‘কুবুল হ্যায়’থেকে ‘সাত ফেরা’ সব প্রতিজ্ঞা এখন এক বন্ধনে বাঁধা। ডিসেম্বরেই হবে সেই আনুষ্ঠানিক পর্ব। ভালোবাসাই যখন মূল কথা, তখন বাকি সবই শুধু সুন্দর গল্পের অংশ।

banner

টাইমস অব ইন্ডিইয়ায় দেওায় এক সাক্ষাৎকারে সারা ও কৃষ জানায়, ডিসেম্বর মাসে তাদের গ্র্যান্ড ওয়েডিং। কৃষ বলেন, আমাদের কোর্ট ম্যারেজ ছিল একান্ত আয়োজন। তবে ডিসেম্বরে জাঁকালো—নাচ, গান আর উৎসবের আয়োজন করা হবে।

সারা জানান, তার ছবি দেখেই তাকে কাছের মানুষ মনে হয়েছিল তাই পরদিন আমরা দেখা করি। প্রথম দিনই কৃষকে স্পষ্ট বলি যে, আমি স্থায়ী সম্পর্কে বিশ্বাসী।

উল্লেখ্য ২০১০ সালে বিগ বস ৪ এর সেটে ইসলাম রীতি অনুসারে আলি মার্চেন্টের সঙ্গে বিয়ে করেন সারা খান। তবে দুই মাসের মধ্যেই সম্পর্কে ফাটল ধরে এবং ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়।

You may also like

Leave a Comment