Wednesday, October 1, 2025
Home » আফগানিস্তানের বিপক্ষে কি পরিকল্পনা বাংলাদেশের?

আফগানিস্তানের বিপক্ষে কি পরিকল্পনা বাংলাদেশের?

by mtv
0 comments
আফগানিস্তানের বিপক্ষে কি পরিকল্পনা বাংলাদেশের?

এশিয়া কাপ শেষেও সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) থেকে মাঠে গড়াচ্ছে এই সিরিজ।

শুরুতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে বুধবার (১ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি অনিক। যেখানে আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে প্রত্যাশার গল্প শোনান তিনি।

জাকের বলেন, ‘চ্যালেঞ্জ বলতে নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। আগের সিরিজে আমরা অবশ্যই দল হিসেবে ভালো খেলতে পারিনি। তাই আমাদের মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে ভালো পারফরম্যান্স করা। যেহেতু এশিয়া কাপেও ব্যাটিংয়ের কারণে আমাদের ভুগতে হয়েছে, তাই ব্যাটিং ইউনিটের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দেয়া হবে।’

এ সময়ে সাইফ হাসানের ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন জাকের। সাইফের ব্যাটিং নিয়ে উইকেটকিপার এই ব্যাটার বলেন, ‘সাইফ হাসান খুবই ভালো করছে। আমরা চাইব যে এই সিরিজেও সে এরকম বড় রান করতে পারে। ওর সঙ্গে সঙ্গে অন্য ব্যাটাররাও যেন ভালো করতে পারে, তাহলে আমাদের জন্য সিরিজটি খুব ভালো হবে।’

banner

এদিকে ভিসা জটিলতায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অনিশ্চিত সৌম্য সরকার। তাকে নিয়ে জাকের বললেন, ‘সৌম্যর ভিসা ইস্যুটা রয়েছে। আমরা জানি, এখানে ভিসার বিষয়টি কিছুটা জটিল। তাই এটি সমাধান হলেই তিনি আসবেন। অন্যথায় তিনি ইতোমধ্যেই প্রস্তুত। বিসিবি এ বিষয়টির দেখভাল করছে। যত দ্রুত আমরা ভিসা পেয়ে যাবে।’

You may also like

Leave a Comment