Sunday, September 28, 2025
Home » টাইফুন ধেয়ে আসছে

টাইফুন ধেয়ে আসছে

by mtv
0 comments
টাইফুন ধেয়ে আসছে

ভয়ংকর টাইফুন ‘বুয়ালো’র আঘাতের আগে ভিয়েতনামে চলছে ব্যাপক সরিয়ে নেওয়ার অভিযান। রবিবার (২৮ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় ও উপকূলীয় অঞ্চলের আড়াই লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ঝড়টি আঘাত হানলে ইস্পাত উৎপাদনকারী শিল্পাঞ্চল, উপকূলীয় শহর ও কৃষিজমি ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাইফুন বুয়ালো বর্তমানে সমুদ্রে অবস্থান করছে। ঝড়ের কেন্দ্র দিয়ে ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার বেগে বাতাস বইছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এটি স্থলভাগে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আঘাত হানার সময় বাতাসের গতি ঘণ্টায় ১৩৩ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

সরকারি সূত্রে জানা গেছে, ঝড় মোকাবিলায় ডানাং শহর থেকে ২ লাখ ১০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উপকূলীয় হুয়ে অঞ্চলের ৩২ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হচ্ছে। এছাড়া হা তিনহ শহরের ১৫ হাজার বাসিন্দাকে অস্থায়ী স্কুল ও চিকিৎসাকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রায় ১ লাখ ১৭ হাজার সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার ও ত্রাণকাজে প্রস্তুত রয়েছে।

আবহাওয়া কেন্দ্রের পরিচালক মাই ভ্যান খিয়েম জানিয়েছেন, “টাইফুন বুয়ালো একটি শক্তিশালী ঝড়। এটি উপকূলীয় এলাকায় প্রবল জলোচ্ছ্বাস, পাহাড়ি এলাকায় ভূমিধস এবং অন্তত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ঘটাতে পারে।” এর ফলে কৃষিজমি, পরিবহন ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

banner

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টাইফুনগুলো আরও শক্তিশালী ও প্রাণঘাতী হয়ে উঠছে। ভিয়েতনামের কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১০০ জনের বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন।

 

You may also like

Leave a Comment