Saturday, September 27, 2025
Home » খুব সহজে যে ভাবে পৌঁছে যাবে লাখো দর্শকের কাছে প্রোফাইল ও পেজ

খুব সহজে যে ভাবে পৌঁছে যাবে লাখো দর্শকের কাছে প্রোফাইল ও পেজ

by mtv
0 comments
খুব সহজে যে ভাবে পৌঁছে যাবে লাখো দর্শকের কাছে প্রোফাইল ও পেজ

বর্তমান বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিশাল এক আপডেট নিয়ে এসেছে। এই আপডেটের ফলে ফেসবুক নিজেই ব্যবহারকারীদের প্রোফাইল ও পেজ নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দেবে । তবে এ জন্য মানতে হবে চারটি সুনির্দিষ্ট শর্ত।

বিশেষজ্ঞদের ভাষ্যমতে, এই চার শর্ত মেনে চললে কনটেন্ট ক্রিয়েটররা সহজেই ফলোয়ার বাড়াতে পারবেন এবং আয়ের সুযোগও তৈরি হবে।সেই চার শর্ত কী? তা জেনে নিন।

১. মূল বিষয়বস্তু তৈরি করুন:
কোনোভাবেই অন্যের কনটেন্ট কপি না করে নিজস্ব ও মৌলিক কনটেন্ট তৈরি করতে হবে। ভিডিও, ব্লগ বা যেকোনো কনটেন্টে মৌলিকতা বজায় রাখতে হবে।

২. শেয়ারযোগ্য কনটেন্ট বানান:
চিন্তা-ভাবনা করে এমন কনটেন্ট তৈরি করতে হবে যাতে দর্শক দেখার পর স্বেচ্ছায় অন্যদের সঙ্গে শেয়ার করতে আগ্রহী হয়। মজার, তথ্যবহুল বা উপকারী কনটেন্ট এর মধ্যে অন্যতম।

banner

৩. ফেসবুকের নির্দেশনা মেনে চলুন:
ফেসবুকের নীতিমালা ভঙ্গ করলে মনিটাইজেশন হারাতে হবে কিংবা ভিডিও ট্যাকডাউন হয়ে যেতে পারে। তাই অন্যের ভিডিও বা ছবি ব্যবহার না করে, হতাশাজনক বা ঘৃণাসৃষ্টিকারী কনটেন্ট এড়িয়ে যেতে হবে।

৪. বোনাস শর্ত: রিলস ভিডিও তৈরি করুন:
ফেসবুক চায়, ধারাবাহিকভাবে আকর্ষণীয় ও মানসম্মত রিলস ভিডিও তৈরি করলে নতুন দর্শকের কাছে পৌঁছানো সবচেয়ে সহজ হয়। বিশেষ করে নতুন প্রোফাইল বা পেজের জন্য এটি কার্যকর।

 

 

 

You may also like

Leave a Comment