মেহেরপুরের গাংনী উপজেলায় অমানবিক নির্যাতনের শিকার হয়েছে জুনায়েদ আহমেদ (১৩) নামের এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির হুজুর শিক্ষক জুবায়ের আহমেদ বেত্রাঘাত করে শিশুটিকে গুরুতর আহত করেছেন। বর্তমানে সে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৯ টার দিকে গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের ফজলুল উলুম ক্বওমী মাদরাসায় এ ঘটনা ঘটে। জুনায়েদ আহমেদ ওই মাদ্রাসায় হেফজ নাজেরা বিভাগে অধ্যানরত। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পার গোয়াল গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।