2
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে রাতের আঁধারে দুইটি বাড়ি থেকে ৩টি গরু চুরি হয়েছে। সােমবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সােমবার দিবাগত রাতে ভাটপাড়া গ্রামের হুদা মিয়ার ছেলে ইসলাম আলীর ১টি বকনা গরু ও একই গ্রামের সালাউদ্দীনের ১টি গাভী ও ১টি বাচুর গরু চুরি হয়।