Thursday, September 25, 2025
Home » মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টের প্রাণ গেল শ্রমিকের

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টের প্রাণ গেল শ্রমিকের

by mtv
0 comments

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চার দিন মৃত্যুর সাথে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মেহেরপুরের নির্মাণ শ্রমিক তারিক। আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তারিক সদর উপজেলার গোভীপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত খোকনের ছেলে। গত রবিবার দুপুরে শহরের জার্মান বাংলা এলাকায় সেলিম নামের এক ব্যক্তির পাঁচতলা নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

ভবনের রড বাঁধার কাজ করছিলেন তারিক। এ সময় অসাবধানতাবশত রড বিদ্যুতের মেইন লাইনের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে সহকর্মী শ্রমিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেন।

You may also like

Leave a Comment