Thursday, October 9, 2025
Home » কারখানা কর্মকর্তার মরদেহ উদ্ধার

কারখানা কর্মকর্তার মরদেহ উদ্ধার

by mtv
0 comments
ভালুকায় কারখানা কর্মকর্তার মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় মো. রবিউল ইসলাম (৪৫) নামে ‘আরিফ স্পিনিং মিলের’ এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মেগশিমুল গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মো. রবিউল ইসলামের মরদেহ রাখা আছে বলে খবর পায় পুলিশ।পরে তারা মরদেহটি উদ্ধার করে।

কারখানার ডেপুটি ম্যানেজার আরিফুল ইসলাম জানান, অনেক সময় ধরে রবিউল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তিনি জানতে পারেন, দীর্ঘসময় কারখানার একটি টয়লেটের দরজা বন্ধ রয়েছে। তারা ওই টয়লেটের দরজা ভেঙে রবিউলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

banner

You may also like

Leave a Comment