সোমবার (৬ অক্টোবর) বিকেলে বৃহত্তর জেলাটির প্রবাসীদের পক্ষে সেলিম মিয়া মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনে এই স্মারকলিপি হস্তান্তর করেন।
এসময় তারা সময় সংবাদকে বলেন, ‘ঢাকা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরত্বের কুমিল্লায় নয়, ১৬০ কিমি দূরত্বের স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা ও বাস্তবায়ন চাই আমরা। তারা আরও বলেন, ‘আমরা হাইকমিশনে এসেছি যাতে আমাদের দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাতে পারি। কুমিল্লা বিভাগ বাস্তবায়নের রূপরেখা বাস্তবায়ন করা সম্পূর্ণ অযৌক্তিক এবং আমরা বৈষম্যের শিকার। আমাদের একটাই দাবি, নিরাপদ নোয়াখালী বিভাগ চাই।’