Tuesday, October 7, 2025
Home » নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপ প্রবাসীদের স্মারকলিপি

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপ প্রবাসীদের স্মারকলিপি

by mtv
0 comments
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপ প্রবাসীদের স্মারকলিপি

সোমবার (৬ অক্টোবর) বিকেলে বৃহত্তর জেলাটির প্রবাসীদের পক্ষে সেলিম মিয়া মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনে এই স্মারকলিপি হস্তান্তর করেন।

এসময় তারা সময় সংবাদকে বলেন, ‘ঢাকা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরত্বের কুমিল্লায় নয়, ১৬০ কিমি দূরত্বের স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা ও বাস্তবায়ন চাই আমরা। তারা আরও বলেন, ‘আমরা হাইকমিশনে এসেছি যাতে আমাদের দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাতে পারি। কুমিল্লা বিভাগ বাস্তবায়নের রূপরেখা বাস্তবায়ন করা সম্পূর্ণ অযৌক্তিক এবং আমরা বৈষম্যের শিকার। আমাদের একটাই দাবি, নিরাপদ নোয়াখালী বিভাগ চাই।’ 

বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ সময় সংবাদকে বলেছেন, ‘নোয়াখালী জেলার প্রবাসীদের স্মারকলিপি গ্রহণ করেছি। এই স্মারকলিপি বিশেষভাবে বিবেচনার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাব।’
 
হাইকমিশনে স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন ‘বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন বহির্বিশ্ব সংগ্রাম পরিষদ’ মালদ্বীপ শাখার সভাপতি আবু আহাম্মদ সেলিম মিয়া এবং তার নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন শমিম রাজ, মো.সোহান, জাহাঙ্গীর আলম, আহাম্মদ আলী, বেলাল হোসেন, নুর ইসলাম প্রমুখ।

You may also like

Leave a Comment