সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে সুব্রত মণ্ডল (৩২) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় সাত ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করেছে বন বিভাগ ও গ্রামবাসী।
কাঁকড়া সংগ্রহ করে সুন্দরবন থেকে ফেরার পথে বিকাল সাড়ে ৩টার দিকে করমজল খাল সাঁতরে পার হওয়ার সময় একটি কুমির সুব্রতকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। তার সঙ্গে থাকা অন্য জেলেরা চেষ্টার পরও উদ্ধার করতে পারেননি তাকে। পরে বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা খালে তল্লাশি শুরু করেন।
সুন্দরবনের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘করমজল খাল পার হওয়ার সময় কুমিরের আক্রমণে সুব্রত মারা গেছেন। তার স্ত্রী সন্তানসম্ভবা বলে জানতে পেরেছি। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। গ্রামবাসীর সঙ্গে তার সন্ধানে তল্লাশি শুরু করি। মঙ্গলবার বিকাল ৫টার দিকে খালে লাশ ভেসে উঠেছিল। পরে আবার কুমির মুখে নিয়ে ডুব দেয়। সাড়ে ৫টার দিকে আবারও কুমিরের মুখে লাশ দেখা যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমির লাশ ছেড়ে দিলে কিছুক্ষণ দেখা গেলেও পরে তা আবার পানিতে ডুবে যায়। রাতে লাশটি উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে ঢাংমারী গ্রামের শ্মশানে লাশের সৎকার সম্পন্ন হয়েছে। বন কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘যেহেতু সুব্রত পাস নিয়ে বনে গিয়েছিল। কুমিরের আক্রমণে নিহত হওয়ায় তার পরিবারকে সরকারিভাবে ৩ লাখ টাকা অনুদান দেওয়া হবে।