Wednesday, October 1, 2025
Home » পাবনাতে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

পাবনাতে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

by mtv
0 comments
পাবনাতে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

পাবনা পৌরসভার সাধুপাড়া ব্রিজ এলাকায় বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে মো. আকাশ (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নাইম হোসেন নামের আরেকজন। এরই মধ্যে ঘটনায় জড়িত অভিযোগে সুভেল নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সাধুপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড় এলাকার সোহেলের ছেলে ও পেশায় চায়ের দোকানি ছিলেন। আহত নাইম একই এলাকার মৃত লালু মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাধুপাড়ার এক গৃহবধূর সঙ্গে স্থানীয় যুবক মিল্লাতের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। বিষয়টি জেনে যায় আকাশ ও নাইম। এ নিয়ে মঙ্গলবার রাতে মিল্লাত ও তার সহযোগী সুভেলের সঙ্গে কথা কাটাকাটি হয় আকাশ এবং নাইমের। একপর্যায়ে মিল্লাত ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে আকাশ ও নাইম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। নাইম চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে ঘটনাটি ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে, অন্যজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলাও প্রক্রিয়াধীন আছে।’

You may also like

Leave a Comment