Tuesday, September 30, 2025
Home » গোপালগঞ্জ আওয়ামী লীগ নেতা ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার

গোপালগঞ্জ আওয়ামী লীগ নেতা ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার

by mtv
0 comments
গোপালগঞ্জ আওয়ামী লীগ নেতা ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার

ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মুনিরকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারতে প্রবেশের জন্য দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশনে পৌঁছান এস এম মুনির। এ সময় তার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ জানান, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা এস এম মুনিরের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা রয়েছে। তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment