খুলনায় এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর মুন্সি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে স্বামী ইব্রাহীম হোসেনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, রাতে বাজার করে বাসায় ফিরছিলেন ইব্রাহীম হোসেন ও তার স্ত্রী রাবেয়া আক্তার। এসময় আগে থেকে ওঁত পেতে থাকা রাবেয়ার প্রাক্তন স্বামী মো. রানা তাদের ওপর হামলা চালায়। হামলায় ইব্রাহীম গুরুতর জখম হন।
পুলিশ আরও জানায়, ২০২১ সালে রাবেয়া আক্তার ও রানার ডিভোর্স হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। প্রায় নয় মাস আগে তিনি ইব্রাহীমকে বিয়ে করেন। পারিবারিক কারণে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
খুলনায় দম্পতিকে কুপিয়ে জখম, অভিযুক্ত প্রাক্তন স্বামী
4
previous post