Saturday, September 27, 2025
Home » খেলতে গিয়ে বিষধর সাপের কামড়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

খেলতে গিয়ে বিষধর সাপের কামড়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

by mtv
0 comments
খেলতে গিয়ে বিষধর সাপের কামড়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

মাদারীপুরে বিষাক্ত সাপের কামড়ে লিমি আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

লিমি ডাসার উপজেলার পূর্ব বালিগ্রামের আনোয়ার হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলো।
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় লিমি বাড়ির পাশে খোলা জায়গায় বসে ছিল। হঠাৎ অন্ধকারের মধ্যে একটি বিষাক্ত সাপ এসে কামড় দেয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক ওষুধপত্র লিখে হাসপাতালে ভর্তি করে দেন। ভ্যাকসিন দেয়ার আগেই মারা যায় মেয়েটি।
মাদারীপুর ২৫০ শয্যা জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, হাসপাতালে নিয়ে আসতে দেরি হওয়ায় মেয়েটি মারা গেছে। কিছু সময় আগে সাপের ভ্যাকসিন প্রয়োগ করা গেলে তাকে বাঁচানো সম্ভব হতো।

You may also like

Leave a Comment