চুয়াডাঙ্গার তরুণ মেধাবী উদ্যোক্তা সুদয় কুমার ঘোষ প্রতিষ্ঠা করেছেন স্কিল-বেইজড ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘YOLO’। সম্প্রতি ভারতের তামিলনাড়ুর একটি স্বনামধন্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধনের মাত্র ১০ দিনের মধ্যে প্রায় ১,৫০০ জন শিক্ষার্থী প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছে এবং ইতিমধ্যে একাধিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। উদ্যোক্তা সুদয় কুমার ঘোষ জানান, “আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং সবার জন্য স্কিল-বেইজড ডিজিটাল লার্নিং সহজলভ্য করে তোলা।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে খরচ কিছুটা বেশি হলেও ভবিষ্যতে শিক্ষার্থীদের সুবিধার্থে খরচ কমানোর পরিকল্পনা রয়েছে। একইসাথে বাংলাদেশ ও ভারতের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যও প্ল্যাটফর্মটি উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।