ঝিনাইদহের হরিণা কুণ্ডুর জোড়াহ ইউনিয়নের হরিশপুরের লড়াই জঙ্গি যুদ্ধে আসাদুল ইসলাম চন্টুর বাড়ি থেকে ১২ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল এই বারবার করেন হকুণ্ডু পার্টি ওসি প্রাপ্ত কর্মকর্তা (শহিদুল ইসলাম হাওলাদার)।
পুলিশ জানান, গোপন সংবাদের পুলিশ পুলিশ হরিশপুরের আব্বাস মোড়ের পার্শ্ববর্তী চেন্টুর সামনে একটি বৃহদাকারের ১২ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার করে। তবে ভালোর সময় চন্টু পলাতক বলেছিল পুলিশ। উদ্ধার করা গাঁজা গাছের বাচ্চা নিয়ে আসা হয়েছে এবং এক অভিযোগে একজনকে বলা হয়েছে ও শহিদুল ইসলাম হাওলাদার জানান।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ধারায় হরিণাকুণ্ডু পার্টি কাজ করছে।
স্থানীয়দের মতামত, আসাদুল পোন্টু অধিকার দখলে কৃষক চাষি ও সরবরাহকারী ইসলামের সাথে আছে বলে জানা যায়। হরিনাকুণ্ডু থানা পুলিশের জঙ্গি জঙ্গি এই জনমনে স্বস্তি সক্রিয় আনতে সহায়তা করবে বলে মহল অভিমত ব্যক্ত করেন।