Friday, September 19, 2025
Home » সাতক্ষীরায় পানিতে ডুবে ৫ শিশু-কিশোরের মৃত্যু

সাতক্ষীরায় পানিতে ডুবে ৫ শিশু-কিশোরের মৃত্যু

by mtv
0 comments

সাতক্ষীরার পাঁচটি উপজেলায় ভিন্ন ভিন্ন পানিতে পানিতে চার শিশু ও এক কিশোর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) আশাশু, কলারোয়া, শ্যামনগর, সাতক্ষীরা সদর ও কালিগঞ্জে স্থানীয় কাল ধরে। টাঙ্গানো এলাকায় শোকের ছায়া।

আশাশুনি কংগ্রেস বড়দলের বামন্ডাঙ্গার তালিকায় ১৩ মাস বয়সী শিশু ঈশিতা সানা পানিতে পড়ে মারা যায়। সে মহেন্দ্রনাথ সানার ছোট মেয়ে। পরিবার সদস্য ও পুলিশ, মা শিশুর হাত ধরে ছিলেন। এ সময় বাগান তাড়াতে গিয়ে হাত ফসকে শিশুটি পুকুরে পড়ে। মাত্র কয়েক মিনিটের মধ্যে পানিতে পানিতে তার মৃত্যু হয়।

আশাশুনি পার্টি প্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ‘১৩ মাস বয়সী একটি শিশু তার হাত থেকে পানিতে পড়ে মারা গেছে। শিশুর মা শিকার তাড়াতে গিয়ে হাত ছেড়ে দিয়েছিল। মাত্র ১০ মিনিটের মধ্যে পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার।

কলোয়ার বিজয় কেড়াগাছি দুই বছরের শিশু ইরফান খাঁ পানিতে মারা যায়। সেকরাম খাঁর ছেলে। গোসল করানোর জন্য রাখা হলে কিছুক্ষণ পর তাকে পাওয়া যাবে না। পরে রান্নাঘরে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

banner

শ্যামনগরের চন্দনপুরের সামনের প্রতিবন্ধী কিশোর ফয়সাল হোসেন (১৬) পানিতে ডুবে মারা যায়। সে স্থানীয় মোটরসাইকেলচালক শাহিনুর ছেলে। সন্ধ্যায় সন্ধ্যায় এক চায়ের দোকান থেকে স্ট্যাটাস পর পর কেন্দ্র স্থানীয় গণখোর ডোবায় তার মরদেহ পাওয়া যায়।

শ্যামনগর মহানগর ভার্ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা হুমায়ুন কবির বলেন, ‘পরিমাণ ক্ষমতা আপত্তি না মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে’।

এ ছাড়া সাতক্ষীরা সদর দক্ষিণ ফিংরি ইউনিয়ন এল্লারচর আবাসন প্রকল্পে ইসমাইল হোসেনের শিশুকন্যা পানিতে ডুবে মারা গেছে। সোমবার বিকালে এ কথা বলেছে সদর ওসি মিনুল স্পষ্ট।

ভোট কালিগঞ্জ নলতার ইন্দ্রনগর মো. সিরাজুল ইসলামের ১৯ মাস বয়সী মেয়ে লামিসা খাতুন পানিতে মারা যায়। তাকে খুঁজে না খোঁজাখুঁজির পর্যায় ঘরে উঠানের এক নম্বর পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। কিন্তু মর্যাদায় তাকে উত্তর দেন। বাদ মাগরিব জানাজা ক্ষমতা কবরস্থানে তার দাফন শেষ হয়।

এ বিষয়ে কালিগঞ্জ পার্টিভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ঘটনার বিষয়ে আমাদের সিদ্ধান্ত হয়নি। তবে আমরা খোঁজ নিচ্ছি।

প্রচারে প্রচারে শিশু ও শিশু ও শিশুর মৃত্যুতে স্থানীয়রা হতে পারে। গুরুত্বপূর্ণ মহল প্রশ্ন, নিরাপত্তা পরিবার ও অভিকদের আরও সতর্কতা ও দায়িত্বশীল হতে হবে।

You may also like

Leave a Comment