সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানকে ২–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশের ২ গোলের একটি করেন অধিনায়ক নাজমুল হুদা, আরেকটি অপু রহমান।
একই মাঠে আজই রাত আটটায় দ্বিতীয় সেমিফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ নেপাল। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে আগামী শনিবার শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ।
বিরতির পরও নিয়মিত সুযোগ তৈরি করে। ৪৯ মিনিটে রিফাত কাজীর শট কোনোমতে বাইরে ঠেলে দেন পাকিস্তান গোলকিপার রাজ্জাক, কর্নার পায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুলের নেওয়া সেই কর্নার রুখে দেন পাকিস্তানের ডিফেন্ডাররা। ৬৪ মিনিটে নাজমুলের বাড়ানো বলে পা ছোঁয়াতে পারলেই গোল হতো। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের মাহিন মিয়া।
ম্যাচ থেকে ছিটকে পড়া পাকিস্তান দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক কৌশলে খেললেও সুযোগের সন্ধানেই ছিল। ৫৯ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডাররা অনেকটা ওপরে উঠে খেলার সুযোগে ফাঁকা জায়গা পেয়ে যান পাকিস্তানের মুহাম্মদ আবদুল্লাহ। তাঁর শট রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক আলিফ রহমান।