গত শনিবার মেহেরপুর সদর দক্ষিণ পিরোজপুর ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি-এনসি’র সাংগঠনিক জোরদারকরণ, জেলা আহ্বায়ক কমিটি গঠন এবং নতুন কার্যালয় আমাদের এক প্রার্থনা মাহফিল ও আলোচনা সভার কার্যক্রম পরিচালনা করা হয়।
শুরুটি সত্য ভিত্তি তেলওয়াতের মাধ্যমে শুরু হয়। তিনি স্বগতলাম প্রদান করেন জনাব আব্দুল সা. আলোচনা পর্বে ভিন্ন ভিন্ন ভিন্ন বৈষম্য সংগ্রাম ছাত্র আন্দোলনের বিকল্প ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মেহনপুর জেলা মতবাদ ক্ষমতা আহ্বায়ক ইলিয়াজ আহমেদ, এনসি’র জেলা সংসদ সদস্য (গঠন/দপ্তর) মোঃ হাসনাত জা সৈকত এবং যুগ্মকারী আশিক রাব্বি। তারা স্থানীয় গণতান্ত্রিক দলকে আরও সক্রিয় ও জনগণের সামনে উপস্থিত জানান। ব্যক্তিগত রাজ্যের লক্ষ্য, এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
সংসদ আরও ছিলেন, জেলা ক্ষমতাহীদ সদস্য (মহাবুব-ই তৌ রবিন, সদস্য (অ) মোঃ তামিম ইসলাম, এনসিপি’র পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন কর্মকাণ্ড উপস্থিত প্রশাসন এবং স্থানীয় গণমান্য। ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে জুলাই অভ্যুত্থানে বক্তব্য মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ করা হয় এবং নতুন সফলতা ও সংস্থার অগ্রগতির জন্য মোনাজাত করা হয়। উদ্যম উন্নয়ন নেত্রীবৃন্দ পিরোজপুরে ইউনিয়ন সরকারি কার্যক্রম আরওশীল করতে একযোগে কাজ করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।